আবারও রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তা এখনো জানা যায়নি। আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত (৩০ জানুয়ারি) ঢাকার গুলিস্তানে দুর্ঘটনার পর পুলিশ একটি বাস জব্দ করে সরিয়ে নেওয়ার পথে ফের দুর্ঘটনা ঘটে, সেই বাসের চাপায় নিহত হন দুজন। নিহতরা হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল (৫৮) ও রাইসুল কবির তুষার (৩৫)।
পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনায় নিহত তুষারের বাবা কামাল হোসেন গতকাল সকালে বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় মামলা করেন। তারপরই এএসআই এমদাদুলকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।
ওসি সালাউদ্দিন আরও জানান, ওয়ারী থানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য আহত হলে বাস ফেলে পালিয়ে যান চালক ও তার সহযোগী। সড়কে যানজট এড়াতে তখন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই এমদাদুল হক বাসটিকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে গাড়িটি ব্রেক ফেল করলে ঘটে আবার দুর্ঘটনা। রোড ডিভাইডার ভেঙে রিকশা ও মোটরসাইকেলের চার আরোহীকে আঘাত করে বাসটি। এ ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।