বর্তমানে গ্যাসের মোলার আয়তন প্রকাশের দুইটি পদ্ধতি রয়েছে। যেমন,(১) STP পদ্ধতি
(২) SATP পদ্ধতি
STP পদ্ধতি
এর পুরো নাম হলো Standard Temperature and Pressure এখানে,
Standard = আদর্শ বা প্রমাণTemperature = তাপমাত্রা
Pressure = চাপ
অর্থাৎ, STP মানে হলো প্রমাণ তাপমাত্রা ও চাপ
STP তে কোন গ্যাসের,
চাপ, P = 1 atm বা 101.325 Kpa বা 1.01325×105 Pa
আয়তন, V = 22.414 L
তাপমাত্রা, T = 0°C বা 273 K
SATP পদ্ধতি
এর পুরো নাম হলো Standard Ambient (Atmospheric) Temperature and Pressure
এখানে,
Ambient = পারিপার্শ্বিক অর্থাৎ আশেপাশের জিনিস
Atmospheric = বায়ুমন্ডলীয়
অর্থাৎ, SATP মানে হলো প্রমাণ বায়ুমন্ডলীয় তাপমাত্রা ও চাপ
SATP তে কোন গ্যাসের ,
চাপ, P = 100 Kpa
আয়তন, V = 24.789 L
তাপমাত্রা, T = 25°C বা 298 K
এখানে,
Ambient = পারিপার্শ্বিক অর্থাৎ আশেপাশের জিনিস
Atmospheric = বায়ুমন্ডলীয়
অর্থাৎ, SATP মানে হলো প্রমাণ বায়ুমন্ডলীয় তাপমাত্রা ও চাপ
SATP তে কোন গ্যাসের ,
চাপ, P = 100 Kpa
আয়তন, V = 24.789 L
তাপমাত্রা, T = 25°C বা 298 K