মা'দক মা'মলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বি'রুদ্ধে অ'ভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার (৫ জানুয়ারি) দিন ধার্য করেন আ'দালত। যথারীতি ঢাকার ১০নং বিশেষ জজ আ'দালতের বিচারক নজরুল ইস'লামের আ'দালতে এ অ'ভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়।
অ'ভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে পরীমণি আ'দালতে উপস্থিত হন বলে জানিয়েছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সকাল ১১টার দিকে তার বিচারকার্যে মা'দক মা'মলায় পরীমণিসহ ৩ জনের বিচার শুরু হয়। এতে আ'দালত আগামী ১ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এর আগে মা'দক মা'মলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বি'রুদ্ধে অ'ভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (২ জানুয়ারি) দিন ধার্য ছিল। ঢাকার ১০নং বিশেষ জজ আ'দালতের বিচারক নজরুল ইস'লামের আ'দালতে এ অ'ভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৮ মিনিটে উপস্থিত হন পরীমণি। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।
তবে তাদের বি'রুদ্ধে অ'ভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করেন আ'দালত। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মৃ'ত্যুতে আ'দালত না বসায় তারিখ পিছিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আ'দালতের বিচারক নজরুল ইস'লামের আ'দালতে পরীমণিসহ মা'মলার অন্য দুই আ'সামি আশরাফুল ইস'লাম দিপু ও কবির হোসেনের বি'রুদ্ধে অ'ভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন পরীমণি অ'সুস্থ হওয়ায় আ'দালতে উপস্থিত হননি। এ জন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আ'দালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অ'ভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।
তারও আগে গেল ১৫ নভেম্বর পরীমণিসহ তিনজনের বি'রুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইম'রুল কায়েশ। একইসঙ্গে মা'মলা'টি বিশেষ জজ আ'দালত ১০-এ বদলি করা হয়। পরবর্তী চার্জ গঠনের জন্য ওইদিন ১৪ ডিসেম্বর ধার্য করেন আ'দালত।
গত ৪ অক্টোবর মা'মলার ত'দন্ত কর্মক'র্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আ'দালতে পরীমণিসহ তিনজনের বি'রুদ্ধে অ'ভিযোগপত্র দাখিল করেন। তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইম'রুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।