এবার জেমসের নজরে মিথিলা

 


রকস্টার জেমস। শখের ফটোগ্রাফারও তিনি। অনেক বছর ধরেই ছবি তুলছেন। কখনো প্রকৃতি আবার কখনো পোট্রের্ট। এই রকস্টারের ক্যামেরা ক্যানভাস মাঝে-মধ্যে দেখার সুযোগ হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তার ক্যামেরায় ধ'রা পড়লেন অ'ভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শুক্রবার ( ১৯ মা'র্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রকস্টার জেমসের ক্যামেরায় ধ'রা পড়া একটি ছবি প্রকাশ করেছেন মিথিলা। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমি উচ্চস্বরে বলছি, ছবিটি যিনি তুলেছেন তিনি আমাদের নগরবাউল রকস্টার ছাড়া আর কেউ নয়।’ অবশ্য ফটোগ্রাফারকে হ্যাসট্যাগ দিয়ে মিথিলা লিখেছেন জেমস ভাই।

ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে তা উল্লেখ করেননি মিথিলা। তবে ছবিটি প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভাসছেন গান ও অ'ভিনয় জগতের এই দুই তারকা। ছবিতে নীল আরিয়ান নামের একজন লিখেছেন, ‘জেমসের গানের মতোই সুন্দর হয়েছে ছবিটা’। প্রিয়া চক্রবর্তী লিখেছেন, ‘তুমি অনেক সুন্দর।’

এর আগে জেমসের ক্যারেনায় ধ'রা পড়েছিলেন অ'ভিনেত্রী জয়া আহসান, মা'রিয়া নূর, জেসিয়া ইস'লাম, সারাহ আলমের মতো অ'ভিনেত্রী-মডেলরা।


Post a Comment

Previous Post Next Post