শান্ত দু’টি চোখ,মাথায় একঢাল চুল, ছবির এই বাচ্চা মেয়েটি বর্তমানে বলিউড তারকা, চিনতে পারছেন এঁকে?

 


শান্ত দুটি চোখ , ফোলা ফোলা গাল ও মাথায় একঢাল চুল। বছর তিন-চারেকের এর ছোট্ট মেয়েটিকে কি চেনা যাচ্ছে?


বিষয়টার একটু সহজ করে বললে-


 ড্রামা কুইন হিসেবে পরিচিত এই বাচ্চা মেয়েটি। যার ক্যারিয়ার শুরু হয়েছিল আইটেম গার্ল হিসেবে। পরবর্তীকালে ফারহা খানের ‘ম্যায় হু না' ছবির সুবাদে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন। ইতিমধ্যে নানা সময় বিভিন্ন বিতরকের জন্য শিরোনাম হয়েছেন অভিনেত্রী কয়েকবার। শেষ তার দেখা মেলে বিগ বস-এর ১৪তম সিজনে। ছবি বাচ্চা মেয়েটি যে বলিউডের রাখি বসন্ত এতক্ষণে আপনাদের কাছে স্পষ্ট।


নষ্টালজিক রাখির একটুকরো মেয়েবেলা ভেসে উঠলো তার ইনস্টাগ্রামের দেয়ালে। সবসময়ের থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি।ক্যাপশনে লিখেছেন সকাল থেকে বর্তমান জীবনে তোলোনা মা দেখে আমি খুশি। একই সঙ্গে নেটজনতাদেরও ছোটবেলার ছবি তার সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করেছেন।

Post a Comment

Previous Post Next Post