নেট মাধ্যমে ভুল করে ফোন নম্বর ফাঁস করে দিলেন অনন্যার! অতঃপর....


 ব্যক্তি জীবনের প্রেমের গল্পে অথবা ট্রোলিং যেভাবেই হোক আনন্য পান্ডে বরাবরই শিরোনামে। কিন্তু জানেন কি বলিউডের এই তারকা মোবাইল ফোন নম্বর ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে?


তার ফোন নাম্বার ছড়িয়ে দেন তার নিজের বোন রাইসা পান্ডে। না বুঝেই তার নিজের বোনের ফোন নাম্বার ছড়িয়ে দিয়েছিলেন নেটে। অতঃপর বেশকিছু উড়ো ফোন আসে অনন্যার কাছে। তবে তখনো রাইসার এই কাণ্ড জানেন না অনন্যা। রহস্য  উদঘাটন হয় তখনই যখন অনন্যা এবং রাইসার তুতো বোন আলানা পান্ডে মুম্বাই আসেন। পেশায় 'ইনফ্লুয়েন্সার' আলানা আমেরিকা থেকে মুম্বাইয়ের এসে নিজের ব্লগ তৈরীর সময় জানিয়েছেন, রাইসা ভবিষ্যতের পরিচালক হতে চান এবং ইউটিউব একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করার সময় ভুলবশত অনন্যার ফোন নম্বর প্রকাশ করে ফেলেন নেট মাধ্যমে।

 

কিছুদিন আগে সবে মাত্র সতেরোতে পা রেখেছেন রাইসা। বোনের জন্য একটি পার্টির বন্দোবস্ত করেছিলেন অনন্যা। বার্থডে গার্ল এর সঙ্গে বেশ কিছু ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post