বিমান যাত্রার সময় মাঝ আকাশে থাকা অবস্থায়ই প্রসব যন্ত্র'ণা ওঠে এক নারী যাত্রীর। পরবর্তীতে সেখানেই সন্তান জন্ম দেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভা'রতের ইন্ডিগো বিমানের ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী ফ্লাইটে।
এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের এক কেবিন ক্রু এবং এক চিকিৎসকের সহায়তায় শি'শুটির জন্ম হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঝ আকাশে ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানের ৬ই ৪৬৯ ফ্লাইটে এক মে'য়ে শি'শুর জন্ম হয়েছে। ইন্ডিগোর ক্রু এবং ডা. সুবাহানা নাজির প্রসূতি নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন।
সৌভাগ্যক্রমে ওই চিকিৎসক বিমানে ছিলেন বলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনা জানার পর জয়পুর বিমানবন্দর তাৎক্ষণিকভাবে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।
মা এবং শি'শু দু’জনেই এখন সুস্থ আছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে ব্যাঙ্গালুর থেকে যাত্রা শুরু করে এবং সকাল ৬টায় জয়পুরে অবতরণ করে।
Tags:
জাতীয়