ফে;সবুকে পো;স্ট দেখে একজন প্র;সূতি মা ও তার অনাগত স;ন্তানকে বাঁ'চাতে র;ক্ত দিতে এগিয়ে এলেন সমাজের সবচেয়ে পি;ছিয়ে পড়া জ;নগোষ্ঠীর সদস্য তৃতী;য় লি;ঙ্গে;র নদী। তার র'ক্ত দেওয়ায় বেঁ;চে যান প্রসূতি মা ও তার নবাগত সন্তান। গত ১৫ মা'র্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘একজন প্রসূতি মায়ের জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ র'ক্তের প্রয়োজন’ এমন একটি মানবিক পোস্ট দেওয়া হয়। পোস্টের সঙ্গে স্থান ও মোবাইল নম্বরও দেওয়া হয়। নীলফামা'রীর জলঢাকা উপজে'লার বেশ কয়েকটি ফেসবুকভিত্তিক র'ক্তদাতা সংগঠনের গ্রুপ এই পোস্টটি শেয়ার করে। তবে সন্ধ্যা পেরিয়ে রাত, রাত গড়িয়ে দিন এলেও কোনো র'ক্তদাতা পাওয়া যায় না।
এমন পরিস্থিতে র'ক্ত না পেয়ে প্রসূতি মা ও অনাগত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বজনরা। এ সময় র'ক্ত দিতে হাজির হন ১৯ বছর বয়সী তৃতীয় লি'ঙ্গের নদী। মানবতার হাত বাড়িয়ে বাঁ'চান প্রসূতি মায়ের জীবন।নদী র'ক্তদাতাদের সংগঠন জলঢাকা ব্লাড ট্রান্সফিউশন গ্রুপের সেচ্ছাসেবী সাকিবুল ইস'লাম সাকিবের সঙ্গে যোগাযোগ করে ওই প্রসূতিকে র'ক্ত দেন। নদী গণমাধ্যমকে জানান, আমা'র পরিচিত একজন ল্যাব টেকনিশিয়ান ভাই আমাকে র'ক্ত দেওয়ার বিষয়ে উৎসাহিত করেন এবং এর উপকারিতা স'ম্পর্কে জানান। উনি আমাকে যখন বললেন একজন প্রসূতি মায়ের জন্য র'ক্তের প্রয়োজন। প্রথমে কিছুটা ভ'য় পেয়ে গেছিলাম, তবে উনি আমাকে সাহস দেন। তখন আর না আমি করিনি। জীবনে প্রথমবার র'ক্ত দিলাম। আমি এখন থেকে নিয়মিত র'ক্ত দিব।
নদী আরও জানান, প্রথমে আমা'র অনেক সঙ্গীই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি। তবে আমি র'ক্ত দেওয়ার পর তারা সবাই আমাকে বলছে তারাও র'ক্ত দেবে। এ নিয়ে এখন তাদের উৎসাহের শেষ নেই। র'ক্ত দেওয়ার পর ওই প্রসূতি মা ও তাদের পরিবারের প্রশান্তি আমায় আনন্দ দিয়েছে।নদীর পরিবার থাকে কুড়িগ্রাম জে'লার উলিপুরে। তৃতীয় লি'ঙ্গের কয়েকজন সঙ্গীর সঙ্গে নদী জলঢাকা উপজে'লার আহেলার বাজার নামক স্থানের একটি ভাড়া বাসায় থাকেন। নদীর পরিচিত ল্যাব টেকনিশিয়ান সাকিবুল রহমান সাকিব গণমাধ্যমকে জানান, আমি ল্যাবে কাজ করি। চাঁদা তুলতে এসে আমা'র সঙ্গে পরিচয় হয় নদীর। একদিন তাকে জিজ্ঞেস করলাম র'ক্তের গ্রুপ জানে কি-না। বলল জানে না। পরে আমি তার র'ক্তের গ্রুপ পরীক্ষা করে দেই। র'ক্ত দানে তাকে উৎসাহিত করি। সুবিধাগুলো বোঝাই। নদী খুব ভ'য় পেয়েছিল। তবে র'ক্ত দেওয়ার পর নদীর ভ'য়টা কে'টে গেছে। তার সঙ্গীরাও উৎসাহিত হয়েছে। এটি জলঢাকার র'ক্তদাতাদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
নীলফামা'রী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নীলফামা'রী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম গণমাধ্যমকে বলেন, নীলফামা'রীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আম'রা গত দেড় বছর ধরে র'ক্তের চাহিদা পূরণ করে আসছি। নীলফামা'রীর তরুণদের মাঝে র'ক্তদান এখন উৎসবের মতো। জলঢাকায় তৃতীয় লি'ঙ্গের নদী একজন প্রসূতি মাকে র'ক্ত দিয়েছেন বিষয়টি আমাদের জন্য অনুপ্রেরণার। আমা'রা তাকে অ'ভিনন্দন জানাই। আশা করছি র'ক্তদানে নতুন ডোনারদের অনুপ্রেরণা হবে নদী।
Tags:
জাতীয়