প্রে'মের টানে ভা'রতে বাংলাদেশি কি'শোরী, অ'তঃপর


 জামালপুর জে'লার বকশীগঞ্জ উপজে'লায় প্রে'মের টানে ভা'রতে যাওয়া সময় এক কি'শোরীকে আ'ট'ক করে ফেরত দিয়েছে ভা'রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


বৃহস্পতিবার (১৮ মা'র্চ) রাতে ভা'রত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে মে'য়েটিকে পু'লিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পু'লিশ তাকে তার পারিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫ এর রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির বলেন, ওই কি'শোরীর সঙ্গে ভা'রতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছে'লের সঙ্গে প্রে'মের স'ম্পর্ক গড়ে উঠে।

বৃহস্পতিবার বিকেলে মে'য়েটি প্রে'মের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভা'রতে চলে যায়। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় স'ন্দেহ'জনক আচরণে বিএসএফ তাকে আ'ট'ক করে।

বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন। বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল। বকশীগঞ্জ থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) শফিকুল ইস'লাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post