বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। নিহতরা অধিকাংশই লক্ষীপুরের বিভিন্ন ইউনিয়নের জেলেরা। ১২ ই মার্চ রাত এগারোটায় বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছেলে মোঃ মিরাজ। নিহতরা চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় ছিল।
মৃত ব্যক্তিদের ভিতরে অন্যান্য যারা তারা হল লক্ষীপুরের মোঃ মেহেরাজ হোসেন, বেলাল হোসেন, চরলক্ষী গ্রামের মোঃ রিপন, আবুল কাশেম, রিপন মাঝি ও মিরাজ উদ্দিন মাঝি।
এদিকে জেলেদের মৃত্যুতে তাদের গ্রামে নেমে এসেছে গভীর শোক। পরিবারগুলো ভেঙে পড়েছে তাদের।
গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার এলাকায় মাছ ধরার ট্রলারে রহস্যজনক বিস্ফোরণটি ঘটে। আহত হয়েছিল প্রায় ২১ জন। তারমধ্যে অগ্নিদগ্ধ হয়ে ছিল ১২ জন। গুরুতর ১১ জনকে ২ মার্চ ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।