মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়লেন প্রকৌশলী

 


টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পা হারান জাবের খান (২৪) নামে এক প্রকৌশলী। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।


শনিবার রাতে ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাবের খান কালিহাতী উপজেলার আইয়ুব খানের ছেলে।


বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে নির্মাণাধীন রেল লাইনের কাজ শেষে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পা হারানো গুরুতর আহত অবস্থায় তমা কনস্ট্রাকশনের সাইড প্রকৌশলী জাবের খানকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। 


শনিবার বিকেল ৬ টার দিকে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।


নিহত জাবের খান তমা কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।


রেললাইনের কর্মীরা জানান, প্রকৌশলী জাবের খান বিকালে নির্মাণাধীন নতুন রেললাইনের কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে জাবেরকে ধাক্কা দেয়। 


এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।


টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাকলাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post