‘বিএনপির হারুনের অনুরোধে সংসদে আরেকটি গান গেয়েছিলেন মমতাজ’

 


পদ্মা সেতু নিয়ে সংসদে মমতাজের গান সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রিজভী হয়ত জানেন না, বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদের অনুরোধে মমতাজ আরেকটি গান গেয়েছিলেন।’

শনিবার দুপুরে মন্ত্রী তার চট্টগ্রাম নগরীর বাসায় সাংবাদিকদের একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন উল্লসিত, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে। বিএনপি এবং পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের যখন মানুষ ধিক্কার দিচ্ছে, তখন তারা খেই হারিয়ে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে।’

‘সরকার পদ্মা সেতু নিয়ে সংসদে গান করছে। এটার পরিবর্তে বন্যায় দুর্গত মানুষের সহায়তায় যেন আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়ে’- রিজভীর এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর রিজভী সাহেব কয়েক দিন নিখোঁজ ছিলেন, হঠাৎ বের হয়ে তিনি এখন নানা ধরনের কথা বলছেন।’

সংসদে মমতাজের গান গাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদে এমপি মমতাজ যখন বক্তব্য শেষ করতে যাচ্ছিলেন, তখন বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদ আরেকটি গান গাওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতাজকে। তার অনুরোধে মমতাজ আরেকটি গান গেয়েছিলেন। সেটি মনে হয় রিজভী সাহেব জানেন না।’

Post a Comment

Previous Post Next Post