বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

 


বিএনপি নেতাকর্মীদের ওপর ফুলগাজীর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতি সভা ফুলগাজীর মুন্সিরহাটে আয়োজনের সময় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন জেলা বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।


তারা জানান, শনিবার দুপুরে ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের কর্মসূচি রয়েছে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের আশার কথা রয়েছে।


এই উপলক্ষে শুক্রবার রাতে  ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতি সভা ফুলগাজীর মুন্সিরহাটে আয়োজনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ, নুরুল হুদা শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল,  রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুত্তরসহ ৩০ জন নেতাকর্মী আহত হন।


চিকিৎসা নিতে নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন নেতাকর্মীদের ওপর পুনরায় হামলা চালানো হয় দাবি করেন বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।


এ ব্যাপারে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানীর ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তার পরবর্তীতে দুইপক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।


ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও পাইনি।


Post a Comment

Previous Post Next Post