নতুন মুদ্রানীতিতে যা পেল পুঁজিবাজার

 


পুঁজিবাজার আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ অংশ। সেই হিসেবে পুঁজিবাজারের সার্বিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অতীতের মতো আগামী ২০২২-২৩ অর্থবছরেও সচেষ্ট থাকবে।


বৃহস্পতিবার (৩০ জুন) আগামী অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলা হয়েছে। এ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।


ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজার প্রসঙ্গে উল্লেখ রয়েছে, পুঁজিবাজারে তারল্য সরবরাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের আকার ১৫৩ কোটি টাকা বৃদ্ধি করে ১০০৯ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।


এতে আরও বলা হয়েছে, এই তহবিল হতে ২৮০ কোটি টাকা ছাড় করার পাশাপাশি পুঁজিবাজারে প্রতিটি ব্যাংকের বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুবিধার আওতায় রেপোর মাধ্যমে ২১৮ কোটি টাকা দেওয়া হয়েছে, যা পুঁজিবাজারের তারল্য বাড়াতে সাহায্য করেছে।

Post a Comment

Previous Post Next Post