লাফার্জ শেয়ারহোল্ডারদের দেবে ২৯০ কোটি টাকা

 


শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিমের ২০২১ সালের ব্যবসায় ৩৮৮ কোটি টাকার মুনাফা হয়েছে। কোম্পানিটির পর্ষদ এই মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ২৯০ কোটি টাকা বিতরনের সিদ্ধান্ত নিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০২১ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।


লাফার্জহোলসিমের ২০২১ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৩৪ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে ২৫ শতাংশ নগদ হারে শেয়ারপ্রতি ২.৫০ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে।


শেয়ারবাজারে কোম্পানিটির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। শেয়ারপ্রতি কোম্পানিটির ৩.৩৪ টাকা মুনাফা হলে মোট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৩৮৭ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৪৯০ টাকা।


আর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ হিসেবে প্রতিটি শেয়ারে ২.৫০ টাকা করে নগদ প্রদান করবে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাঝে মোট বিতরণ করবে ২৯০ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। যা মোট মুনাফার ৭৫ শতাংশ।


কোম্পানিটি বাকি ৯৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৭৪০ টাকা বা মোট মুনাফার ২৫ শতাংশ রিজার্ভ ফান্ডে জমা রাখবে।

Post a Comment

Previous Post Next Post