১১ হাজার এতিমের সঙ্গে জন্ম'দিনের আনন্দ ভাগ করলেন সায়েম সোবহান

 


এতিম স'ম্পর্কে ইস'লাম শুধু নৈতিক নির্দেশনামা দেয়নি; এতিমের প্রশাসনিক ও আইনগত অধিকারের ভিত্তিও দাঁড় করিয়েছে। এতিমের দায়িত্ব গ্রহণে ম'র্যাদা ও নির্দেশনা স'ম্পর্কিত আয়াতগুলো পবিত্র কোরআনে অনেক।


দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধ'রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর নিজের জন্ম'দিন উদযাপন করলেন ভিন্ন আ'মেজে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন প্রায় ১১ হাজার এতিম শি'শুর সঙ্গে।


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৭টি এতিমখানার প্রায় ১১ হাজার এতিম শি'শুকে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় সুস্বাদু আহার।


আগের দিন গভীর রাত থেকে চলেছে বাবুর্চিদের মাধ্যমে নিজস্ব আয়োজনে রান্না।


সোমবার সকালের পর এতিমখানাগুলোতে পৌঁছে দেওয়া হয় খাবার।


দূর থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে কোমল হাতগুলো মোনাজাত তোলে। সৃষ্টিক'র্তার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতার পাশাপাশি তারা আয়োজক মানুষটির সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে।

Post a Comment

Previous Post Next Post