অন্ত্বঃসত্ত্বা পরীমণির ভাই'রাস জ্বর

 


দেশের আ'লোচিত চিত্রনায়িকা পরীমণি ভাই'রাস জ্বরে আ'ক্রান্ত এবং অন্ত্বঃসত্ত্বা বিধায় আ'দালতের কাছে সময় প্রার্থনা করেছেন। আজ মঙ্গলবার ১ ফেব্রুয়ারি মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মা'মলার পরবর্তী শুনানির তারিখ মা'র্চের এক তারিখ দেওয়া হয়েছে বলে জানায় পরীমণির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না।


এর আগে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মা'মলায় অ'ভিযোগ গঠনের আদেশ ও মা'মলা বাতিল চেয়ে হাই'কোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি।


এর আগে গত বছরের ১৫ নভেম্বর মা'দক আইনে করা মা'মলায় পরীমণিসহ তিনজনের বি'রুদ্ধে অ'ভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আ'দালত। সেইসঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মা'মলা'টি বিশেষ জজ আ'দালতে স্থা'নান্তর করা হয়। মা'মলার অ'পর ২ আ'সামি হলেন আশরাফুল ইস'লাম দীপু ও কবির হোসেন।


Post a Comment

Previous Post Next Post