লেনদেনের এক-তৃতীয়াংশ ১০ কোম্পানির দখলে

 


বিদায়ী সপ্তাহে (২-৬ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ১৭০ কোটি ৬১ লাখ ১৯ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩৩.৪৬ শতাংশ।


বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, পাওয়ার গ্রিড, ডেলটা লাইফ ইন্সুরেন্স, জিএসপি ফাইন্যান্স, একটিভ ফাইন, ওয়ান ব্যাংক, লাভেলো আইসক্রিম, সাইফ পাওয়ারটেক। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।


আলোচ্য সপ্তাহে বরাবরের মতো লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.২৫ শতাংশ।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ ১৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৮ শতাংশ।


তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৪ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৪ শতাংশ।


লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৭ কোটি ৮১ লাখ ৪৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২০ শতাংশ।


লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৯৪ লাখ ৯৬ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৬৮ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০২ শতাংশ।


জিএসপি ফাইন্যান্স লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৫ শতাংশ।


একটিভ ফাইন লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৬১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৪শতাংশ।


ওয়ান ব্যাংক সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৯৯ লাখ ৪ হাজার ১৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৩ শতাংশ।


লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। কোম্পনিটির ২ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৬ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৪ শতাংশ।


সাইফ পাওয়ারটেক সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৯২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৪ কোটি ৫ লাখ ৬৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬০ শতাংশ।


০৮ জানুয়ারি ২০২১

Post a Comment

Previous Post Next Post