ক্রিকেটার আশরাফুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড়ে পড়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
এদিকে বাংলাদেশ ক্রিকেটে চলছে খুশির আমেজ। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে আত্মহারা ক্রিকেটপাড়া।
আর বুধবার এই খুশির দিনেই দুঃসংবাদ পেলেন বিসিবির প্রধান নির্বাচক ।
বুধবার সন্ধ্যায় খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
তবে নান্নুর ধারণা, সঠিক রিপোর্ট আসেনি তার। কারণ রিপোর্টে করোনা পজিটিভ দেখালেও তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ ধরা পড়েনি। তবে ঝুঁকি না নিয়ে রিপোর্ট হাতে পাবার পর পরই নিয়ম মেনে ইসোলেশনে চলে গেছেন নান্নু।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে নান্নু বলেছেন, ‘বুধবার কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। কিন্তু কোন উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’
নান্নুর করোনা পজিটিভ হওয়ার খবর আসার ঠিক আগের দিনই আক্রান্ত হয়েছেন আরেক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার খবর পান তিনি।