রেলমন্ত্রী মো. নূরুল ইস'লাম সুজনের জন্ম'দিন আজ (বুধবার)। দ্বিতীয় বিয়ের পর তার প্রথম জন্ম'দিন কে'টেছে কিছুটা ভিন্নভাবে। ছিল ব্যস্ততা, কেক কা'টা ও শুভেচ্ছা বিনিময়।
সকালে রেলপথ মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে দৈনন্দিন কাজে অংশ নেন মন্ত্রী। এরপর রেল ভবনে মন্ত্রণালয় ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মক'র্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কা'টা হয়।
রেলপথ মন্ত্রণালয়ে সদ্য যোগ দেওয়া সচিব ড. মো. হু'মায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুম'দারও এ সময় উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী নূরুল ইস'লাম সুজন ৬৬ বছরে পা রাখলেন। গত ৫ জুন তিনি ৬৫ বছর বয়সে বিয়ে করেন দিনাজপুরের কন্যা শাম্মী আকতারকে। কাউকে না জানিয়েই সেদিন উত্তরার একটি রেস্তোরা মিলনায়তনে বিয়ে সারেন তারা।
নিজের বিয়ের বিষয়টি সরাসরি সাংবাদিকদের বলতে যেন কিছুটা লজ্জায় পড়েছিলেন রেলমন্ত্রী। কৌশলে তিনি বলেন, ‘চাঁদ উঠলে তো দেখা যাবে।’ সেসময় রেলমন্ত্রী কৌতুকের সুরে বলেছিলেন ‘বিয়ে তো করতেই চাই, কিন্তু পাত্রী খুঁজে পাচ্ছি না।’ তবে শাম্মী আকতারের বড় ভাই মো. মিলন হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি প্রকাশ করেন।
দিনাজপুরের বিরামপুর নতুন বাজারের মৃ'ত আব্দুর রহিমের মে'য়ে শাম্মী রেলমন্ত্রীর নয়া জীবনসঙ্গী। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ঘরোয়াভাবে রেলমন্ত্রীর বিয়ে করেন। মন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্ত্রী' শাম্মী তার স্বামীকে জন্ম'দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
নূরুল ইস'লাম সুজন ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্ম নেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।