করো'নার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় ও দেশজুড়ে করো'না শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। তবে এখনই লকডাউনের কথা চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। তিনি বলছেন, দেশের বর্তমান করো'না পরিস্থিতিতে সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না। রবিবার (৯ জানুয়ারি) ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করো'না ভাই'রাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করো'না ভাই'রাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। তিনি বলেন, আমাদের মানুষদের বিদেশ যাওয়া আসার বিষয়ে নিরুৎসাহিত করছি। বাংলাদেশ ও ভা'রতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জো'রদার করা হচ্ছে। তিনি বলেন, অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন। তবে ভালো খবর হচ্ছে ওমিক্রনের আ'ক্রান্তদের মৃ'ত্যুহার অনেক কম।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামা'রি আমাদের উপলব্ধি করিয়েছে এটিকে একক দেশ হিসেবে আম'রা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমি খুব খুশি- আম'রা বিশেষভাবে বাংলাদেশে কর্ম'রত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরে। ইতিমধ্যে দেশে আম'রা সাড়ে ৭ কোটি মানুষকে টিকা দিয়েছি। প্রথম দিকে টিকা পেতে বাংলাদেশের অ'সুবিধা হলে অনেক দেশই এগিয়ে এসে টিকা দান করে। এখন আমি বলতে পারি আমাদের হাতে সাড়ে ৩ কোটি টিকা রয়েছে বা পেতে যাচ্ছি। দেশের সকলকেই টিকা আওতায় আনা হবে।