নয়টি বিলে সই করলেন রাষ্ট্রপতি

 


জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে পাস হওয়া নয়টি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


মঙ্গলবার (৭ ডিসেম্বর) এসব বিলে রাষ্ট্রপতি সই করায় আজ থেকে এগুলো আইন হিসেবে কার্যকর হলো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিলে সন্মতি দিলে, তা আইনে পরিণত হয়।


মঙ্গলবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটরিয়াল ওয়াটার অ্যান্ড ম্যারিটাইম জোনস (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।


Post a Comment

Previous Post Next Post