‘দেশের নারীদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ওজন বাড়ছে’

 


দেশের নারীদের মধ্যে যে অ'পুষ্টিজনিত সমস্যা ছিল তা দূর হয়ে এখন উন্নতি হচ্ছে। দেশের নারীদের স্থূলতা বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব কথা বলেন।


ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের কম ওজনের ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি অ'তি ওজনের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ শতাংশ। বিডিএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের অ'পুষ্টিজনিত কম ওজন ২০০৭ সালে ছিল ৩০ শতাংশ, ২০১৭-১৮ সালে এসে সেটা দাঁড়িয়েছে ১২ শতাংশে। অন্যদিকে, অ'তি ওজন ২০০৭ সালে ছিল ১২ শতাংশ, ২০১৭-১৮ সালে সেটা বেড়ে হয়েছে ৩২ শতাংশ।


তিনি বলেন, পুষ্টিহীনতা বিষয়ে সার্বজনীন (সব বয়সের) মানুষের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, খর্বাকৃতির হার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি, ২০৩০) অনুযায়ী ১২ শতাংশের নিচে নামিয়ে আনার কথা থাকলেও ২০১৭-১৮ সালে তা ৩১ শতাংশ; ২০০৭ সালে যা ছিল ৪৩ শতাংশ। কৃশকায় ৫ শতাংশের নিচে নামিয়ে আনার কথা থাকলেও তা রয়েছে ৮ শতাংশ; ২০০৭ সালে যা ছিল ১৭ শতাংশ।


মন্ত্রী আরও বলেন, কম ওজনের লক্ষ্যমাত্রা ১০ শতাংশের নিচে নামানোর কথা রয়েছে। ২০০১৮-১৯ সালে ছিল ২২ শতাংশ; ২০০৭ সালে যা ছিল ৪১ শতাংশ। অ'তি ওজন ১ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় ২০১৭-১৮ সালে ২ শতাংশ; ২০০৭ সালে যা ছিল ১ দশমিক ১ শতাংশ।

Post a Comment

Previous Post Next Post