সাকিবের অ'ভিযোগের কারণে টিম ম্যানেজারের পদত্যাগ

 


টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৈশ্বিক মঞ্চে টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দলের ভেতর শৃঙ্খলা ভঙের অ'ভিযোগ উঠেছে।


যে অ'ভিযোগে অ'ভিযু'ক্ত খোদ টিম ম্যানেজার সাব্বির খান। দীর্ঘদিন ধরে টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাব্বির খানের বি'রুদ্ধে লিখিত অ'ভিযোগ দিয়েছেন সাকিব আল হাসান। এরই পরিপ্রেক্ষিতে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বোর্ড। আর তাই বোর্ডের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।


বিসিবি সূত্র জানিয়েছে, সাকিব একাধিক অ'ভিযোগ দায়ের করেন সাব্বিরের বি'রুদ্ধে। যা আমলে নিয়ে জাতীয় দলের সাথে লম্বা সময় ধরে নানা ভূমিকায় কাজ করা সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দেয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।


বিসিবির নির্দেশ মেনে গত ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা'ও দেন সাব্বির। তিনি কোন ধরনের শৃঙ্খলা ভঙের অ'ভিযোগে অ'ভিযু'ক্ত তা অবশ্য এখনো জানা যায়নি। তবে এমনিতে বাজে পারফরম্যান্সে টালমাটাল বাংলাদেশ ক্রিকে'টে নিশ্চিতভাবেই এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে।

Post a Comment

Previous Post Next Post