পরিকল্পনামন্ত্রীর আইফোন ছিনতাই: যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে বলেছেন, মন্ত্রীর হাত থকে মোবাইল ছিনতাই একটি বিক্ষিপ্ত ঘটনা।



সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে বুধবার (২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।


এসময় মন্ত্রী বলেন, এটা সামগ্রিক চিত্র নয়। এটা দুঃখজনক, তবে শুধু মন্ত্রী নয়, সবার ব্যাপারেই আমরা উদ্বিগ্ন। আমরা বিক্ষিপ্তভাবে অনেক অপরাধের কথাও সভায় আলোচনা করেছি। দুর্বৃত্তায়ন, হত্যা, খুন সব দেশেই হচ্ছে। এর অর্থ এই নয় যে, এটা সামগ্রিক চিত্র।


আ ক ম মোজাম্মেল হক বলেন, এখন রাস্তাঘাটে যে ছিনতাই হচ্ছে না এমন নয়, হচ্ছে এবং প্রতিকারের জন্য চেষ্টা করা হচ্ছে।


প্রসঙ্গত, গত রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। এরপর মঙ্গলবার (১ জুন) শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

Post a Comment

Previous Post Next Post