স্পোর্টস ডেস্ক: সেই হৃদয়স্পর্শী আকুতি, আমি আমার মা'কে বাঁচাতে চাই- ক্রিকেটার সেই শাহাদাতের আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ দিন পর অবশেষে ২২ গজের খেলায় ফিরলেন এই পেসার।খেললেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে।
আজ শনিবার ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে খেলেছেন শাহাদাত। তবে বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পান শাহাদাত। ১৮ মাস পর বল হাতে নেমে শুরুটা ভালো হয়নি তেমন। ২ ওভারে ১৬ রান দিয়েছেন শাহাদাত। পাননি কোনো উইকেট।
Tags:
খেলাধুলা