পতনের বাজারে ওয়ারেন বাফেটের বিনিয়োগ পদ্ধতি

 



শেয়ারবাজারে পুঁজি কীভাবে খাটাব, সে পরামর্শ সবচেয়ে ভালো দিতে পারেন বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটই। শত কোটিপতি এই বিনিয়োগকারী সব সময় ভালো মানের শেয়ার কম দামে কিনতে পড়তে থাকা বাজারকেই প্রাধান্য দেন। এসব শেয়ার তিনি দীর্ঘ সময় ধরে রাখেন। এবং একটি টেকসই সময়ে বেশ ভালো রিটার্ন পান। ডিজিটাল কারেন্সি বিটকয়েন এবং সোনার দাম বৃদ্ধির বিষয়টি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে বাফেটের পরামর্শ মানলে কম দামে বিভিন্ন ধরনের শেয়ার কেনা আরও লাভজনক দীর্ঘমেয়াদি পদক্ষেপ হতে পারে।


পড়তি বাজারে বাফেট যেভাবে বিনিয়োগ করেনঃ

শেয়ারবাজারে ধসের পর সব শেয়ারের দাম যখন কমে যায়, তখন কেবল সস্তা শেয়ার কেনেননি ওয়ারেন বাফেট। ভালো মানের শেয়ারগুলো কিনেছেন যখন তাদের তুলনামূলক বেশ কম। যারা ছাড় দেয় বা যাদের কোম্পানির শেয়ারের দর সর্বোচ্চ কমে যায় এমন কোম্পানি নয়। বাফেটের পরামর্শ হলো, এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, যারা সবচেয়ে ভালো কোম্পানি, তাদের সাধ্যের তুলনায় কম দামে বাণিজ্য করে। শেয়ারবাজারের ধস এই প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলতে পারে। শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের অনুভূতি উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার অর্থ শক্তিশালী কোম্পানিগুলো সাময়িকভাবে কম দামে ব্যবসা করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়ায়।

Post a Comment

Previous Post Next Post