১. প্রথমতঃ বলুন আলহামদুলিল্লাহ।
কারণ পিরিয়ড অবস্থায় রোজা না রেখে আল্লাহর হুকুম পালনের জন্য আপনি প্রতি মুহূর্তে সওয়াব/নেকি
পাচ্ছেন।
২. 'বিসমিল্লাহ' দিয়ে সবকিছু
শুরু করুন।
৩. আল্লাহর ৯৯টি নাম মুখস্থ
করুন।
৪.পবিত্র কোরআন পড়তে না
পারার জন্য মন খারাপ করার কোন কারণ নাই। আপনি সূরা ইখলাস পড়তে পারেন। এটি সম্পূর্ণ
কোরআনের এক-তৃতীয়াংশ। তাই পরপর ৩ বার পাঠ করুন। এভাবে ২১বার পর্যন্ত অথবা তারও বেশি
বার পাঠ করতে পারলে মাশাল্লাহ।
৫. প্রচুর যিকির করুন এবং
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) - এর উপর প্রচুর দুরূদ প্রেরণ করুন।
৬. বেশি বেশি ইস্তিগফার
করুন (আস্তাগফিরুল্লাহ!)
৭.ছোট ছোট দোয়া ও অধিক তাৎপর্যপূর্ণ
আয়াত সমূহ অর্থসহ মুখস্থ করুন।
৮. সহীহ হাদিস পড়ুন।
৯. কুরআনের তাফসীর বা ওয়াজ
শুনুন।
১০. মাতৃভাষায় কুরআনের
অনুবাদ পড়ুন।
১১. হযরত মুহাম্মদ(সাঃ)
এর জীবনী পড়ুন।
১২. উম্মুল মু'মীনিন ও মহিলা
সাহাবিয়াদের গল্প
বা সাহাবা ই কিরামের গল্প/শিক্ষনীয়
কাহিনী পড়ুন।
১৩. স্কুল-কলেজের, চেনা-জানা
অথবা ঘরে বা বাইরের বোনদের ইসলামের দাওয়াত দিন এবং তাদের সাথে ইসলামী নলেজ শেয়ার করুন।
১৪. গীবত ও কুৎসা থেকে বিরত
থাকুন কারণ এটি সমস্ত ভাল কাজের প্রতিদান ধ্বংসকারী।
১৫. নবী (সাঃ) এর সুন্নাহ
শিখুন এবং এটিকে পুনরুজ্জীবিত করুন। (যেমন: ছোটদের সালাম দেয়া, সবার সাথে উত্তম আচরণ
করা ইত্যাদি।)
১৬. আপনার ছোট ছোট ভাইবোনদের-
কিভাবে উত্তমরূপে ওযু করতে হয়, সালাত আদায় করতে, সালাতে দোয়া করতে হয়, হিজাব পরতে হয়
ইত্যাদি শিক্ষা দিন।
১৭. দশ উর্ধ্ব বা তার কাছাকাছি
বয়সের বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ এবং তা পালনে সহায়তা করুন(তাদেরকে আল্লাহর হুকুম
মানতে গাইড করুন)
১৮. তাদেরকে শিষ্টাচার এবং
ভদ্রতা শিক্ষা দিন এছাড়া অন্যের উপকার করার দীক্ষা দিন।
১৯. রোজাদারের জন্য খাবার
রান্না করুন, আপনার মাকে রান্না, গৃহস্থালির অন্যান্য কাজে ও ইফতারি পরিবেশনে সহায়তা
করুন।
২০. সদকা প্রদান করুন (এমনকি
এটি হতে পারে হাসি বা সুন্দর আচরণও)
২২. সেহরির সময় সবাইকে জাগিয়ে/ডেকে
তুলুন।
২৩. যা কিছুই করবেন আল্লাহর
সন্তুষ্টি ও নৈকট্য লাভের নিয়তে করবেন।
২৪. যারা যারা এই পোস্ট
থেকে উপকৃত হবে বলে মনেকরছেন তাদের সাথে শেয়ার বা ট্যাগ করতে পারেন।
নবী (সাঃ) বলেছেন:
"যে ভাল কাজের দিকনির্দেশনা করে সে তার প্রতিদান হিসাবে পুরস্কৃত হয়" (মুসলিম)।
রমজানে ভাল কাজে ৭০গুণ বেশি
প্রতিদান দেয়া হয়। আল্লাহ চাইলে সেটা বাড়িয়ে দিতে পারেন তার থেকেও অধিকগুণ বেশি।