সুইৎজারল্যান্ডের মুসলিমদের বোরকা-নিকাব পরা নিষিদ্ধ!

 

সুইৎজারল্যান্ডে নিকাব-বিরোধী প্রচারাভিযানে "উগ্র ইসলাম প্রতিহত করার" শ্লোগান দেয়া হয়
      সুইৎজারল্যান্ডে নিকাব-বিরোধী প্রচারাভিযানে "উগ্র ইসলাম প্রতিহত করার" শ্লোগান দেয়া হয়।

প্রকাশ্যস্থানে মুখ-ঢাকা পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে এক গণভোট অনুষ্ঠিত হয় সুইজারল্যন্ডে। এই ভোটে খুব সামান্য ব্যাবধানে জয় হয় মুসলিমদের হিজাব ও বোরকা বিরোধীরা।


গণভোটের সরকারি ফলাফলে দেখা যায়, নিষেধাজ্ঞার পক্ষে ৫১.২% এবং বিপক্ষে ৪৮.৮% ভোট পড়েছে। বোরকা ও হিজাবের বিরোধী দলটির নাম 'দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি' এবং তাদের স্লোগান ছিল 'উগ্র ইসলাম প্রতিহত করা' । 

ইউরোপের অধিকাংশ দেশ গুলতে মুসলিম নারীদের বোরকা ও হিজাবি পশাক নিয়ে বিতর্কর সৃষ্টি হচ্ছে। 

ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও বুলগেরিয়াও হিজাব পরা আংশিক বা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জার্মানির একটি রাজ্যেও নিষেধাজ্ঞা রয়েছে। 


বিঃদ্রঃ করোনাভাইরাস এর জন্য  ফেস মাক্স এর ক্ষেত্রে সুজারল্যান্ড এর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।


দেশটির ইসলাম ধর্মালম্বী মানুষের মতে বোরকা নিষিদ্ধের এই দিনটি মুসলিমদের জন্য একটি অন্ধকার দিন। 


দেশটির কাউন্সিলর অফ মুসলিমস এর একটি বিবৃতিতে বলা হয়েছে 'আজকের এই সিদ্ধান্ত পুরো ক্ষতকে আবার উন্মুক্ত করেছে, আইনে অসাম্যকে আরো সম্প্রসারিত  করেছেন এবং মুসলিম সংখ্যালঘুদের একঘরে করে রাখার স্পষ্ট বার্তা দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post