বল সুইং করছে, মুভ করছে, পেসার হিসেবে একজন পেসারের আর কি চাওয়ার থাকে! যথারীতি বোল্টের মুখে হাসি লেগেই আছে। উইকের থেকে যখন এমন সুবিধা পওয়া যায় তখন হাসি এমনেই চলে আসে। বোল্টের এমন হাসিমুখের মোড়কে যে ভয়ংকর এক ফাঁদ পাতা ছিল, তামিম কি তা টের পেয়েছিল!
ব্যাটসম্যানকে ভুল করানোর হল ক্রিকেটে একটা ফাঁদ। সেটাই পেতেছেন বোল্ট। ইনিংসের শুরু থেকেই তামিমকে আউটসুইংয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি এ পেসার। তামিমের অফস্টাম্পের পাশ দিয়ে বল বের করেছেন। বাংলাদেশ অধিনায়কে এতে অভ্যস্ত হয়েই ভুলটা করেন। হুট করে ভেতরে ঢোকা বলে এলবিডব্লু! পেসারদের চিরায়ত কৌশল। হাসিমুখেই সেই কৌশলের কথা ম্যাচের পর জানালেন বোল্ট।
Tags:
খেলাধুলা