ডাক্তারের সাথে কিভাবে ইংলিশে কথা বলবেন?



 এই করোনাকালীন সময় আমাদের অনেকের অনলাইনে ডাক্তারের সাথে অ্যাপয়নমেন্ট করতে হয়। ডক্টর অ্যাপার্টমেন্ট এর কথা বিবেচনা করে কিভাবে ডাক্তারের সাথে ইংলিশে আপনার সমস্যা বর্ণনা করবেন সে বিষয়ে কিছু বেসিক ইংলিশ আলোচনা করা হলো:


1. My legs hurt. 

> আমার পায়ে ব্যথা।

2. I have severe back pain.

> আমার অনেক পিঠে ব্যথা।

3. My nose is runny!

> আমার ঠান্ডা লেগেছে।

4. My eyes are itchy.

> আমার চোখে চুলকাচ্ছে।

5. I have some pain in my chest.

> আমার সামান্য বুকে ব্যথা।

6. My head is hurt. Can you please what's wrong with me?

>  আমার মাথাব্যথা। দয়া করে দেখবেন আমার কি হয়েছে!

7. My skin is itchy.

> আমার তোকে চুলকাচ্ছে।

8. My ears are sore. I can't hear properly.

> আমার কানে ব্যথা। আমি কিছু শুনতে পাচ্ছি না ভালো মতো।

9. I have a toothache.

> আমার দাঁতে ব্যথা।

10. I have a stomach ache.

> আমার পেটে ব্যথা।

11. I twisted my ankle.

> আমি আমার পা মচকে ফেলেছি।

12. My arm is sore.

> আমার হাতে ব্যথা।

Post a Comment

Previous Post Next Post