Electrical & Electronics.

Article Title: Electrical & Electronics.
Subject: Physics 2nd paper, Chapter 10.
Class: HSC 2nd Year

আমরা বিভিন্ন দোকানের নাম দেখি যে Aomog Electrical Aomog, আবার Aomog Electronics Aomog. কেন এদের নাম এমন? Electrical and Electronics শব্দ দুটির মিনিং কি? দেখা যায় Electrical নামের দোকান গুলোতে বৈদ্যুতিক ফ্যান, সরল বাল্ব, মটর এসব সরল জিনিসপত্র থাকে যাতে সার্কিট বোর্ড ব্যাবহার করা হয় না। আবার যে সব দোকানে Electronics ব্যাবহার করে তারা চার্জার, মোবাইল, টিভি, রিমট, এসব বিক্রি করে।

তার মানে কি আমরা সুধু সরল আর জটিল দিয়েই শব্দ দুটিকে ডিফাইন্ড করব? না।

যেসক যন্ত্রে অর্ধপরিবাহি সার্কিট ব্যাবহার করা হয় তাদের কে বলা হয়  Electronics. আর যেসকল যন্ত্রে শুধু পরিবাহি ব্যাবহার করা হয় তাদের কে বলাহয় Electrical.

Post a Comment

Previous Post Next Post