বিশুদ্ধ অক্সিজেনই প্রানীর মৃত্যুর কারণ



*রসায়ন*
বিশুদ্ধ অক্সিজেনই প্রানীর মৃত্যুর কারণ



বিশুদ্ধ অক্সিজেন জীবন বাঁচায় না বরং মৃত্যু ঘটায়।

আমরা শ্বাস গ্রহণের সময় বায়ুর সাথে অক্সিজেন গ্রহণ করি এবং এ অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের অভ্যন্তরস্থ রক্তের সংস্পর্শে আসে এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি-হিমোগ্লোবিন তৈরি করে যা বিভিন্ন ধমনী ও উপ-ধমনী দিয়ে শরীরের বিভিন্ন অংশের জৈব কোষের সংস্পর্শে এসে দহণ ক্রিয়া সংঘটিত করে । এ দহণ ক্রিয়ার ফলে দেহাভ্যন্তরে তাপ উৎপন্ন হয় এবং ঐ তাপ প্রাণী দেহের উষ্ণতা বজায় রাখে । শরীরে শক্তি উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যা প্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যায় ।

কিন্তু শ্বাসের সাথে আমরা বায়ুর যে অক্সিজেন গ্রহণ করি তা বিশুদ্ধ নয় । বায়ুর মধ্যে অক্সিজেন ছাড়াও আরও কিছু গ্যাস থাকে । এর মধ্যে নাইট্রোজেন অন্যতম । বায়ুর ৭৮% নাইট্রোজেন। প্রাণীকূল শ্বাসের সময় যে অক্সিজেন গ্রহণ করে তার সাথে নাইট্রোজেন মিশ্রিত থাকে । শীতল ও প্রায় নিষ্ক্রিয় নাইট্রোজেনর উপস্থিতিতে দেহের অভ্যন্তরস্থ দহনক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূন্ন হয়।

শ্বাসের সাথে যদি আমরা শুধু অক্সিজেন গ্রহণ করতাম তবে প্রাণীদেহের অভ্যন্তরে দহন ক্রিয়া দ্রুত সম্পন্ন হত যে অত্যাধিক তাপ শক্তি উৎপন্ন হয়ে প্রানির দেহ পুড়ে যেত।
ফলাফলে মৃত্যু নিশ্চিত।

সুতরাং বিশুদ্ধ অক্সিজেন মৃত্যু ঘটায়।

Arafat Hossen

Post a Comment

Previous Post Next Post