Semiconductor In the light of Band Theory

Article Title: Semiconductor In the light of Band Theory
Subject: Physics 2nd paper, Chapter 10
Class: HSC 2nd Year

Semiconductor (অর্ধপরিবাহী) হল সে সকল পদার্থ যাদের তড়িৎ পরিবহণ ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। নাম শুনেও এটা অনেক ট্যালেন্ট গেজ করতে পারছে। Semiconductor এর কয়েকটা উদাহরণ দিতে গেলে -জার্মেনিয়াম এবং সিলিকন। জার্মেনিয়াম সবচেয়ে ভাল অর্ধপরিবাহী, কিন্তু এটা খুবই বিরল।

Band সম্পর্কে আমরা ইতমধ্যে আলোচনা করেছি  Band Theory আর্টিকেলে। আমার সাজেসন হল তুমি আগে ঐ আর্টিকেলটা পড়ে তারপর এটা পড়। তাহলে ভাল বুঝবা। Band Theory পড়তে এখানে ক্লিক কর..


Band. Theory থেকে বলায়ায় যে Semiconductor পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝের নিষিদ্ধ ব্যান্ড / নিষিদ্ধ শক্তি ব্যান্ড অপরিবাহীর নিষিদ্ধ ব্যান্ডের চেয়ে অনেক ছোট। Semiconductor এ যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য সাধারনত 1 eV. বা কিছু কম হয়। এই ছোট শক্তির ব্যাবধানই হল মূল ব্যাপার। সাধারন তাপমাত্রা ও চাপে ইলেকট্রন কিছু শক্তি লাভ করেত আর এই শক্তি পরিবেশের তাপশক্তি থেকে আশে। এই শক্তির পরিমানও 1 eV বা তার কিছু কম। এবার ঘটেছে  আসল ঘটনা তোমরা হয়ত অনেকেই ঘটনাটা ধরতে পারছ।

দেখা গেল ইলেকট্রন পরিবেশ থেকে যে শক্তি পেল তা এবং Semiconductor  পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য সমান। তাহলে নিশ্চই কিছু ইলেকট্রন খুব সহজেই পরিবেশের শক্তি পেশে নিষিদ্ধ ব্যান্ডের শক্তি পার হয়ে পরিবহন ব্যান্ডে চলে আসবে এবং মুক্ত ইলেকট্রনে পরিনত হবে।

আমরা কি এটাই চাচ্ছি না যে কিছু ইলেকট্রন স্বাভাবিক তাপমাত্রায় ই মুক্ত ইলেকট্রন হয়ে যাক এবং তারা তরিত পরিবহন করুক?

হ্যাঁ পেয়ে গেছি  আমরা আমাদের কাঙ্ক্ষিত Semiconductor.

Ziaul Hoque

Post a Comment

Previous Post Next Post