টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক সিদ্ধান্তের প্রভাব পড়েছে পুুঁজিবাজারে। নতুন সিম বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞার প্রভাবে দাম কমেছে গ্রামীণফোনের শেয়ারের। অন্যদিকে, এই নিষেধাজ্ঞার ফলে অন্য কোম্পানিগুলোর নতুন সিম বিক্রি ও গ্রাহক ধরার সুযোগ বাড়বে-এমন আশাবাদে বেড়েছে রবি আজিয়াটার শেয়ারের দাম। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
গতকাল বুধবার (২৯ জুন) সন্ধ্যায় বিটিআরসির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে সিম বিক্রি বন্ধ করে দেয়ার খবরে প্রভাব পরতে শুরু করেছে দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের শেয়ার দরে।
আজ (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারটির দর ৬ টাকা বা ২ শতাংশ কমেছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ২৯৪ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ৩২ বারে ১ লাখ ৭৩ হাজার ২৬২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯ লাখ টাকা।
অন্যদিকে গ্রামীণফোনের এই সর্বনাশা অবস্থায় যেন পৌষমাস হয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের আরেক কোম্পানি রবি অজিয়াটা লিমিটেডের শেয়ারে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের দর বৃদ্ধির তালিকায় ১০ম অবস্থানে রয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এদিন রবি অজিয়াটা লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৫.২৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৭১৩ বারে ২৬ লাখ ৯৩ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করে।
ধারণা করা হচ্ছে গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ হবার ফলে দেশের অন্য মোবাইল অপারেটরগুলোর সিম বিক্রির সংখ্যা বৃদ্ধি পাবে। তেমনিভাবে বৃদ্ধি পাবে রবি অজিয়াটার সিম বিক্রয়ের পরিমাণ। সেজন্যই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে রবি অজিয়াটা লিমিটেডের শেয়ারের প্রতি। আর একইভাবে সিম বিক্রি বন্ধের সংবাদে দর পতনের শীর্ষে গ্রামীণফোন লিমিটেড।