শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। সোমবার (৭ মার্চ) সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে তিনি এ কথা জানান।
গত কয়েকদিন ধরে দেশের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। দর হারাচ্ছে শেয়ার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানি। এসব বিষয় নিয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সাংবাদিকরা।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংক, ডিলার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছেন না। আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারাই গত কয়েকদিনে বিভিন্ন গুজবের কারণে আতঙ্কিত হয়ে শেয়ার কম দামে বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজার তাঁর স্বাভাবিক গতি হারিয়েছে।
এদিকে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও (সোমবার) বড় পতনে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬ শতাংশ কোম্পানিরই শেয়ারদর কমেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮২ পয়েন্ট বা ২ দশমিক ৭৪ শতাংশ কমেছে।
এর আগের তিন কার্যদিবসেও প্রধান সূচকের পতন হয়েছিল। বুধবার (২ মার্চ) ‘ডিএসইএক্স’৫৩ পয়েন্ট হারিয়েছিল। পরের দিন বৃহস্পতিবার (৩ মার্চ) সূচকটি হারায় আরও ৩ পয়েন্ট। পরের কার্যদিবস রবিবারও সূচকটি ৫৭ পয়েন্ট হারায়। আজ টানা চতুর্থ দিনের পতনের কারণে চার দিনে ‘ডিএসইএক্স’ হারায় মোট ২৯৫ পয়েন্ট। আর চারদিনে ২৯৫ পয়েন্ট হারানো সূচকটি বর্তমানে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।