রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে বলে দাবি করেছেন পুতিন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞার ব্যাপারে পুতিন বলেন, যারা মস্কোকে সহযোগিতা করতে অস্বীকার করবে তারা রাশিয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি ডেকে আনবে।
কিন্তু সেই ক্ষতি সত্ত্বেও তার দেশ ‘নতুন দক্ষতা’ প্রকাশ করছে এবং ‘যেসব সমস্যা সামনে আসছে তারা সমাধানও’ করছে।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমে প্রচারিত সরকারি এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় পুতিন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের সতর্ক করে তার দেশের ওপর আরও বিধিনিষেধ দিয়ে ‘পরিস্থিতি আরও খারাপ না করার’ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে ‘সম্পর্ককে আরও খারাপ করবে’ এমন পদক্ষেপ নেওয়ার ‘কোনো প্রয়োজন’ দেখছে না।
তিনি আরও বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই।
পুতিন বলেন, আমি মনে করে প্রত্যেকের অবশ্য ভাবা উচিত কিভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়। পারস্পরিক সমঝোতা স্বাভাবিক করা হয়, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়।
এ সময় পুতিন তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ান সামরিক বাহিনীর এখন পর্যন্ত গৃহীত সব পদক্ষেপ ‘একচেটিয়া ভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায়’ নেওয়া হয়েছে।