ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের স্থানীয় সময় সকালে দুই রাষ্ট্রপ্রধান ফোনে দীর্ঘ ৩৫ মিনিট আলোচনা করেন।
এর কিছুক্ষণ পরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন মোদি।
ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের কাছে মোদি অনুরোধ করেছেন, সমস্যা সমাধানে তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেন।
ভারতের সরকারি সূত্রটি জানায়, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে হওয়া আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ান প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় মোদি অনুরোধ করেছেন, ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয় শিক্ষার্থীরা যেন নিরাপদে ইউক্রেন ছাড়তে পারে সে বিষয়ে সহায়তা করতে।
ইউক্রেনে এখনো প্রায় ২০ হাজার শিক্ষার্থী অবস্থান করছেন। যুদ্ধের তীব্রতা বাড়ার কারণে ইউক্রেন ছাড়তে পারছেন না তারা।
সূত্র: রয়টার্স