পুঁজিবাজার নিয়ে বিএসইসির জরুরি বৈঠকঃ যা জানাগেল

 


দেশের পুঁজিবাজারে ধারাবাহিক পতন ঠেকাতে করণীয় আলোচনা করতে জরুরি সাংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২ টা ৩০ মিনিটে বিএসইসি ভবনে এ সংবাদ সম্মেলন হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, সেকেন্টারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগ ও ২ শতাংশের নীচে শেয়ার দর না বাড়ার বিষয়ে কমিশন সভার সিদ্ধান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।


প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও পুঁজিবাজারে বড় পরপতন হয়েছে। ওইদিন ডিএসই প্রধান মূল্য সূচক ১৮২ পয়েন্ট নিচে নেমে গেছে। বর্তমানে সূচকটি গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।


এর আগে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।


তিনি বলেন, মার্চেন্ট ব্যাংক, ডিলার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছেন না। আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারাই গত কয়েকদিনে বিভিন্ন গুজবের কারণে আতঙ্কিত হয়ে শেয়ার কম দামে বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজার তাঁর স্বাভাবিক গতি হারিয়েছে।

Post a Comment

Previous Post Next Post