শেয়ারবাজারে তালিকাভুক্ত ওটিসি থেকে আসা দুই কোম্পানির মুনাফায় জোয়ার উঠেছে। মুনাফায় জোয়ার উঠা এই দুই কোম্পানির দুই প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬ থেকে ৫৩ গুণ। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং: কোম্পানিটির ২০২১ সালের ১৩ জুন ওটিসি মার্কেট থেকে নিয়মিত মার্কেটে বা পাবলিক মার্কেটে আসে। প্রথমদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। এরপর টানা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় হল্টেড। সর্বশেষ লেনদেন হয়েছে ২৩৫ টাকা ৯০ পয়সায়।
পাবলিক মার্কেটে আসার পর দরচিত্র:
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ০২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে সাড়ে ৬৬ গুণ।
অপরদিকে, অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ০৪ পয়সা। অর্থাৎ ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে আগের বছরের তুলনায় ৫৩ গুণ।
সর্বশেষ শেয়ার দর অনুযায়ি এর পিই রেশিও দাঁড়িয়েছে ৫৫.৬৪ পয়েন্টে।
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং: কোম্পানিটি ২০২১ সালের ১৩ জুন ওটিসি মার্কেট থেকে নিয়মিত মার্কেটে বা পাবলিক মার্কেটে আসে। প্রথমদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ টাকায়। এরপর কয়েকদিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় টানা হল্টেড। সর্বশেষ লেনদেন হয়েছে ১৯৪ টাকা ৮০ পয়সায়।
পাবলিক মার্কেটে আসার পর দরচিত্র:
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে সাড়ে ১০ গুণের বেশি।
অপরদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা। অর্থাৎ ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে আগের বছরের তুলোনয় ৬ গুণ।
সর্বশেষ শেয়ার দর অনুযায়ি এর পিই রেশিও দাঁড়িয়েছে ৮৫.৪৪ পয়েন্টে।
Tags:
অর্থনীতি