গত বছরের শুরু থেকেই ধারাবাহিক আয় কমতে শুরু করেছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি বিল্ডিং সিস্টেমস-বিবিএস। গত অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে আয় কমে যায়। এর ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান দেখায়। যার ধারাবাহিকতায় বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসানের ধারা অব্যহত থাকে। এর ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের নামে মাত্র ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে ‘বি’ ক্যাটাগরিতে নেমে যায়।
তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ঘুরে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় চমক দিয়ে বিনিয়োগকারীদের মাথা ঘুরিয়ে দিয়েছে। যার ফলে গত ৫ কার্যদিবস যাবত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরেও কোম্পানিটির শেয়ার মিলছে না। লেনদেনের শুরুতেই শেয়ারটির বিক্রেতা নিখোঁজ হয়ে যাচ্ছে।