পরিবার নিয়ে সকালে ভাড়া বাসায় ওঠেন, সন্ধ্যায় দিকে নি'খোঁজ হয় ছে'লে। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। নি'খোঁজের পাঁচ ঘণ্টা পর নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইস'লাম তামাম সরকার (৮) নামে ওই শি'শুর ম'রদেহ উ'দ্ধার করেছে পু'লিশ। নি'হত তামাম সরকার পীরগঞ্জ উপজে'লা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছে'লে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোকেয়া বিশ্ববিদ্যালয় পু'লিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) ইজার আলি জানান, নি'খোঁজ শি'শুর ম'রদেহ নির্মাণাধীন লিফটের গর্ত থেকে উ'দ্ধার করা হয়েছে।
পু'লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নির্মাণাধীন ওই বহুতল ভবনটিতে পরিবার-পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন মোনায়েম সরকার মানু। সন্ধ্যা ৭টার দিকে তার ৮ বছরের ছে'লে মাহাদিন ইস'লাম তামাম সরকার সকলের অগোচরে নিচে নামে। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পু'লিশে খবর দেয় পরিবারের লোকজন। পু'লিশ এসে ভবনটির নির্মাণাধীন লিফটের নিচে গর্তের পানিতে তামামের সেন্ডেল ভেসে থাকতে দেখে। স'ন্দেহ হলে সেই পানি অ'পসারণ করে সেখান থেকে রাত ১২টায় তামাম সরকারের ম'রদেহ উ'দ্ধার করে পু'লিশ।
নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, বাসাটিতে লিফটের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হলেও লিফট লাগানো হয়নি। তবে লিফটের সিঁড়ি রুমের দরজা প্রতিটি তলায় ইট দিয়ে উঁচু করে গাঁথা ছিল। আর লিফটের ওই গর্তে পানি ছিল। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় তলা থেকে লিফটের ওই উঁচু প্রাচীর দিয়ে উপুড় হয়ে নিচে দেখার সময় তানাম গর্তের পানিতে পড়ে মা'রা যায়। ইংরেজি নববর্ষ ২০২২ সাল বরণের জন্য এ সময় চক বাজারের আশেপাশে অনেক জায়গায় বিকট শব্দে মাইকে গান ও পিকনিক চলছিল। তামামের মৃ'ত্যুর ঘটনায় সবকিছু স্তব্ধ হয়ে যায়। এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার বাদ জোহর পীরগঞ্জ উপজে'লার সদর ইউনিয়নের চককরিমপুর গ্রামে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।