অ্যাসিড ছুড়ে এক তরুণীর মুখ ঝলছে দিয়েছিলেন এক তরুণ। ওই হামলার কারণে চোখেও দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল তার। তবে হামলার দুই বছর পর হামলাকারী তরুণকেই বিয়ে করেছেন অ্যাসিডদগ্ধ তরুণী।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কে এই ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়, বারফিন ওজেক (২০) গত মাসে কাসিম ওজান সেলটিক (২৩) নামে হামলাকারী যুবককে বিয়ে করেন।
খবর থেকে জানা যায়, বারফিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কাসিমের। কিন্তু ২০১৯ সালে বারফিন-কাসিমের সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ড হয়। একপর্যায়ে কাসিম বারফিনের মুখে অ্যাসিড ছুড়ে বলেন, তোমাকে আমি না পেলে আর কেউ পাবে না।
ওই ঘটনায় আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে বারফিন পুলিশে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে কাসিমকে গ্রেফতার করে। তবে গ্রেফতার পর কাসিম এই ঘটনার জন্য বারফিনের ফোনে একের পর এক বার্তা পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
এক সময় বারফিন তার অভিযোগ তুলে নেয়। ১৩ বছর ছয়মাস কারাভোগের কথা থাকলেও দুই বছর পরই কাসিম মুক্তি পান। এরপরই বিয়ের পিঁড়িতে বসেন তারা।