শিল্পাঞ্চল আশুলিয়ার তুরাগ নদে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। স্থানীয় জেলেরা নদের পানি থেকে এটি তীরে উঠিয়ে আনেন।
রোববার সন্ধ্যায় জাল দিয়ে ডলফিনটি তীরে উঠিয়ে আনেন জেলেরা। এর আগে একই দিন বিকালে স্থানীয় তুরাগ নদের আশুলিয়া বাজার সংলগ্ন ঘাটে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়রা জানান, ইতোপূর্বে এই নদে কখনো ডলফিন দেখেননি তারা। বিকালে আশুলিয়া বাজার সংলগ্ন তুরাগের ঘাটে মাছ ধরতে গিয়ে তুরাগ নদে একটি ডলফিন ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে জাল দিয়ে ডলফিনটি তীরে তুলে আনেন। এ সময় ডলফিনের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, এটা গ্যাংগিজ ডলফিন বা বাংলায় হলো গাঙ্গের শুশুক। এক সময় পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল। মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণী। তবে এ অঞ্চলে গত ১০-১৫ বছরের মধ্যে এ রকমের শুশুক দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ডলফিনটি বুড়িগঙ্গা থেকে তুরাগ নদীতে ভ্রমণ করতে এসেছিল।
তিনি বলেন, ঢাকার আশপাশের পরিবেশের কারণে নদীর পানি দূষিত হওয়ার ফলে ডলফিনটির খাদ্যের অভাব হয়। বিষাক্ত পানি, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এটি। মৃত্যুর কারণটা নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এ ধরনের জলজ প্রাণী দেখতে পেলে তাদের অবহিত করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।