মেয়র জাহাঙ্গীরের বি'রুদ্ধে মা'মলা

 


গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বি'রুদ্ধে মা'মলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযু'দ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং আমলি আ'দালতে এ মা'মলা করা হয়।


মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার এই মা'মলা'টি করেন।


মা'মলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, শশী আক্তার বাদী হয়ে মেয়র জাহাঙ্গীর আলমকে অ'ভিযু'ক্ত করে রাজবাড়ীর আ'দালতে মা'মলার আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানব'ন্দি গ্রহণ করে মা'মলা'টি পু'লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ত'দন্তের নির্দেশ দেন।

Post a Comment

Previous Post Next Post