ভালোবেসে বিয়ে করা স্ত্রী' ফের পড়েছেন অন্য আরেক যুবকের প্রে'মে। প্রে'মিকের সাথে তোলা অন্তরঙ্গ ছবি স্বামীকে দেখাতেও পিছপা হননি সেই নারী। শেষে ২০ বছরের দাম্পত্য জীবন ফেলে পালিয়েছেন নতুন প্রে'মিকের বাইকে চেপে। আর এতেই অ'ভিমানে আত্মঘাতী হয়েছেন স্বামী, স্ত্রী'র বাবার বাড়িতে গিয়েই করলেন আত্মহ'ত্যা। খবর জি নিউজের।
সোমবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটেছে ভা'রতের পূর্ব বর্ধমান জে'লার কালনায়। জানা গেছে, নি'হত ব্যক্তির নাম সুদেব দে। প্রায় দু’দশক আগে গ্রামেরই মে'য়ে টুম্পাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। ওই দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। তবে এরই মধ্যে টুম্পার সাথে স্থানীয় এক যুবকের প্রে'মের স'ম্পর্ক তৈরি হয় বলে অ'ভিযোগ ওঠে। সেই যুবকের সাথে এর আগেও দু’বার পালিয়ে যান টুম্পা। স্বামী সুদেবই বুঝিয়ে-শুনিয়ে নিয়ে এসেছেন প্রতিবার। তবে টুম্পার মন ছিল সেই প্রে'মিকের কাছেই।
সুদেবের পরিবারের অ'ভিযোগ, টুম্পা তার সাথে সেই যুবকের অন্তরঙ্গ ছবি দেখিয়েছিলেন সুদেবকে। সম্প্রতি বাড়ির সবার সামনে প্রে'মিকের বাইকে চেপে ফের ঘরছাড়া হন টুম্পা। আর এতেই অ'পমানে সোমবার শ্বশুরবাড়িতে গিয়ে গলায় ফাঁ'স দিয়ে আত্মহ'ত্যা করেছেন সুদেব।
মৃ'ত্যুর আগে একটি সুই'সাইড নোটে লিখে গেছেন তিনি। সেখানে সুবেদের স্বাক্ষরসহ লেখা আছে, ‘আমা'র মৃ'ত্যুতে এই বাড়ি বা অন্য় কেউ দায়ী নয়। আমি স্বেচ্ছায়, লজ্জায়, অ'পমানে এই পথ বেছে নিতে বাধ্য হলাম’। তার মৃ'তদেহ উ'দ্ধার করে ময়নাত'দন্তে পাঠিয়েছে পু'লিশ। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
