আলাদিনের আশ্চর্য প্রদীপ, ছোটদের প্রিয় আলাদিনের গল্প। যখন আলিফ লায়লা প্রচারিত হতো তখন ছোট বড় সবাই দেখে মজা পেতো। যারা দেখছেন তারা তাদের বাচ্চাদের সঙ্গে গল্প পড়েন।
আর সেই গল্প শুনে বড় হওয়া অনেকেই স্বপ্ন দেখতো আলাদিনের মতো জাদুর কার্পেটে চড়ার। হয়তো তেমনই স্বপ্ন দেখতেন দুবাইয়ের এই যুবক। তিনি চেয়েছিলেন সবাইকে চ'মকে দিতে। আর তাই সত্যিকারের জাদুর কার্পেটে চড়ে দুবাই ঘুরে সবাইকে চ'মকে দিলেন তিনি।
জানা যায়, তিনি হ্যালোইন উপলক্ষে পুরোদস্তুর আলাদিন সেজে বহু অর্থ খরচ করে বানানো বিশেষ ধরনের হোভা'র বোর্ডের ওপর কার্পেট বসিয়ে তাতে চড়ে ঘুরে বেড়ান।
বুর দুবাই এবং পুরোনো সুক এলাকায় জাদুর কার্পেটে চড়ে যেতে দেখা যায় তাকে। পথচারীরা তাকে দেখে যারপরনাই বিস্মিত হন, ফোন বের করে ছবি তোলা কিংবা ভিডিও করা শুরু করেন তারা।
ইউটিউবে প্রকাশিত ভিডিওতে, পানির ওপর দিয়েও জাদুর কার্পেটে চড়ে যেতে দেখা গেছে ঐ যুবককে। তবে ঐ যুবকের নাম জানা যায়নি।
রিহ্জঅরডাই নামে একটি ইউটিউব চ্যানেল থেকে জাদুর কার্পেটে চড়ে ঘুরে বেড়ানোর ভিডিও প্রকাশ করেন ঐ যুবক।
ঐ যুবক জানান, এটা বানাতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে সমুদ্রের পানি গিলতে হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, এই জিনিস বানাতে তার কমপক্ষে আট মাস সময় লেগেছে।
ঐ যুবক বলেন, আপনি যদি কোনো কিছু কল্পনা করতে পারেন তাহলে আপনি তা করেও দেখাতে পারবেন।