আপনি আমায় আল্লাহর কাছে নিয়ে যান, বিবাহবার্ষিকী'তে স্বামীকে বললেন সানা

 


সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ'ভিনেত্রী বিনোদন প্রে'মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সানা অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ'র্মী চরিত্রে অ'ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।


নতুন খবর হচ্ছে, গতকাল স্বামী সাইদ আনাসের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী' উদযাপন করলেন প্রাক্তন অ'ভিনেত্রী সানা খান। বিবাহবার্ষিকী'র দিন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘অ'পেক্ষার মূল্য’।


ছবিতে স্বামী সাইদ আনাসের সঙ্গে সানা সাদা সোফায় পাশাপাশি বসে রয়েছেন। ক্যাপশনে অ'ভিনেত্রী লিখেছেন,‘আমি আপনার দীন ও আখিরাহ এবং এর মধ্যবর্তী সবকিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমা'র জন্য প্রার্থনা করি। ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই’।


অ'ভিনেত্রী আরও লিখেছেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান এবং আপনি অ'পেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকী'র অনেক শুভেচ্ছা। সাইদ আনাস পিছনের ছবির মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অ'পেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ’।

Post a Comment

Previous Post Next Post