প্রস্তাব পেয়ে আমা'র মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি

 


সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ'ভিনেত্রী বিনোদন প্রে'মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে দীঘি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ'র্মী চরিত্রে অ'ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।


নতুন খবর হচ্ছে, কিছু দিন আগেই দীঘি জানিয়েছেন, আপাতত সিনেমায় কাজ করবেন না। পরীক্ষার জন্য মাস দুয়েকের জন্য বিরতি নিয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তার এইচএসসি পরীক্ষা। গত ১৫ নভেম্বর এ বছরের জন্য সর্বশেষ শুটিং করেন তিনি।


সিনেমায় কাজ না করলেও এরই মধ্যে অন্য একটি কাজে যু'ক্ত হলেন দীঘি। ফ্যাশন মডেল হিসেবে রেম্পে হাঁটছেন তিনি। রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশন শো।


এর আগে কখনো রেম্প মডেলিং করেননি দীঘি। তাই উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে তরুণ এ অ'ভিনেত্রী বলেন, ‘খুবই ভালো লাগছে। নতুন একটা অ'ভিজ্ঞতা হবে। ভিন্নতার জন্যই কাজটি করছি। বাইরে এই ধরনের প্রোগ্রাম অনেক হলেও আমাদের দেশে তুলনামূলকভাবে একটু কম হয়। আগে এই ধরনের প্রস্তাব পেলে আগেই করা হতো। এবার যখন প্রস্তাবটা পেলাম, মনে হলো চেষ্টা করে দেখি।’


প্রথমবার রেম্পে হাঁটা নিয়ে কিছুটা ভ'য় ও সংশয়ে ছিলেন দীঘি। তবে বাসায় অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেন। এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি শুধু একটাই ভ'য় পাচ্ছিলাম, রেম্পে হাঁটা ব্যতিক্রম। মনে হচ্ছিল, সবাই এটা পারে না, আমি কি পারব! বেশ কয়েকবার বাসাতেই রিহার্সাল করেছি। পা ফেলার আলাদা ধরন আছে। সেগুলো শিখেছি। মোটামুটি আমা'র কাছে ভালোই লাগছে।

Post a Comment

Previous Post Next Post