মেকআপহীন শ্রাবন্তী, চ'মকে উঠলেন নিজেই!

 


মুখে মেকআপের লেশ মাত্র নেই। চোখে মোটা ফ্রেমের চশমা। চুল টেনে পিছমোড়া করে বাঁ'ধা। এক্কেবারে ডিগ্ল্যাম লুকে ক্যামেরার সামনে ধ'রা দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি তাকে ট্যাগ করে টুইটারে শেয়ার করেন প্রযোজক রানা সরকার। নিজের মেকআপহীন এই ছবিটি দেখে চ'মকে ওঠেন অ'ভিনেত্রী নিজেই।


শ্রাবন্তীর ছবি শেয়ার করে রানা সরকার লিখেন, “আমা'র চশমা'র ফ্রেমে তার প্রত্যাবর্তন।”


এদিকে সেই ছবি শেয়ার করে শ্রাবন্তী চ'মকে যাওয়ার দু’টি ইমোজি ব্যবহার করে লেখেন, “আমাকে ভ'য়ংকর লাগছে দেখতে।”


অবশ্য মজার ছলেই একথা লিখেছেন শ্রাবন্তী।


দু’দিন আগে টুইটারের মাধ্যমে বিজেপির সঙ্গে সমস্ত স'ম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন শ্রাবন্তী।


লিখেছেন, “যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত স'ম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।”


এখন বিজেপি থেকে কোন দলে যোগ দিচ্ছেন এই অ'ভিনেত্রী তা নিয়েই জল্পনা কল্পনা চলছে ভক্তদের মাঝে।

Post a Comment

Previous Post Next Post